• Youtube
  • English Version
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ক্লিনিকের সেবা নিতে হলে পারাপার হতে হয় ঝুকিপূর্ণ বাঁশের সাঁকো!

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

শাহ দুলাল আহমেদ, বাহুবল থেকে: হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের প্রায় ৩৫ হাজার জনগণ সরকারের স্বাস্থ্যসেবা নিতে হয় ঝুকিপূর্ণ বাঁশের সাঁকো (হাকাম) পারাপার হয়ে।

প্রায় তিন বছর পূর্বে নির্মাণ করা হয় স্নানঘাট কমিউনিটি ক্লিনিক। ক্লিনিকটি স্নানঘাট ইউনিয়ন পরিষদ এবং স্নানঘাট বাজারের পাশে, পুটিজুরী-স্নানঘাট সড়কের উত্তর পাশে একটা খালের পাশে অবস্থিত।

সরেজমিনে দেখা যায়, ঝুকিপূর্ণ দুই বাঁশের উপর ভর করে ক্লিনিক যেতে হয়। স্থানীয়দের তথ্য মতে জানা যায়, ক্লিনিক নির্মাণের তিন বছর অতিবাহিত হবার পরেও ক্লিনিকের সংযোগ সড়ক এখনো করা হয়নি! এ নিয়ে স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করছেন।

ক্লিনিকে সেবা নিতে আসা আয়মনা বিবি জানান, আমরা তিন বছর অনেক কষ্ট করে ক্লিনিকে গিয়ে ঔষধপাতি আনি। তিনি ক্ষোব প্রকাশ করে জানান, তিন বছরে আমরার এলাকার অনেকই বাচ্চা নিয়ে হাকাম থেকে খালে পরছে! আহত ও হইছে! হাকাম আমরা অনেকেই পার হইতাম পারি না,যারা পারে তারা ও অনেক ঝুকি নিয়ে ক্লিনিকে যায়।
আয়মনা জানান, গর্ভবতী মহিলারা অনেক কষ্ট করে হাকাম পার হয়। তিনি সেই সময় একটা নতুন ব্রিজের দাবী জানান।

স্নানঘাট ইউনিয়ন সেন্টারের উদ্যোক্তা মনির খান জানান, আমাদের ইউনিয়ন মানুষ লক্কর চক্কর বাঁশের সাঁকো পার হয়ে ক্লিনিকের সেবা নিতে হয়। তিনি দুঃক্ষ প্রকাশ করে জানান, নতুন ভবন হইল প্রায় তিন বছর। কিন্ত মেইন সড়ক থেকে সংযোগ ব্রিজ আর হইলো না! তিনি দ্রুত নতুন একটা ব্রিজের দাবী জানান।

ক্লিনিকের ঝুকিপূর্ণ বাঁশের সাঁকো সম্পর্কে জানতে চাইলে উক্ত ০৬ নং ওয়ার্ডের মেম্বার জানান, বাঁশের হাকামের পরিবর্তে নতুন ব্রিজের টেন্ডার হইছে প্রায় এক বছর পূর্বে। তবে কেন ব্রিজ হচ্ছে না তা জানার জন্য উক্ত ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার জন্যে বলেন।

তবে এ বিষয়ে জানার জন্যে স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেনের মোবাইলে বার বার কল দিলে ও কল রিসিভ হয়নি!

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ