রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ১২:০১ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: মহান বিজয় দিবসে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য হয়েছেন ২০ ব্যক্তি। এনিয়ে এর আজীবন সদস্য সংখ্যা দাড়িয়েছে ৮০ জনে। উক্ত ২০ জনের মধ্যে ১৫ জন হচ্ছেন বৃন্দবন সরকারী কলেজ এইচএ সি ৮১ ব্যচের সদস্য। সিলেটে বসবাসরত এ ব্যচের সদস্যরা পরস্পর যোগাযোগের মাধ্যমে আজীবন সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন।
শুক্রবার হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট রুহুল হাসান শরীফ, সদস্য সচিব সফিকুল বারী আউয়াল এর নিকট আবেদন ফরম ও সদস্য ফি হস্তান্তর করেন।
জানা যায় ৮১ ব্যচের যারা সদস্য হয়েছেন তাঁরা হচ্ছেন, এডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক ব্যাংক কর্মকর্তা মো. শামীম রশীদ চৌধুরী, ব্যবসায়ী জীবেন্দ্র নারায়ন দাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা মো. ফারুকুল ইসলাম আনছারী, দন্ত চিকিৎসক দিলীপ কুমার চন্দ, এডভোকেট সুধাংশু সূত্রধর, সাবেক ব্যাংক কর্মকর্তা মো. মর্ত্তুজা আলী, মৎস্য কর্মকর্তা মো. আবু তাহের চৌধুরী , সাবেক আয়কর কর্মকর্তা নজির হোসেন, সাবেক বিভাগীয় হিসাব রক্ষণ কর্মকর্তা হুসেন আহমদ, সাবেক শিক্ষিকা দিপালী রায়, সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নুরুল হক, চা বাগান ব্যবস্থাপক মো. হুমায়ূন কবীর লিটন ও মূদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক চৌধুরী হাবিবুর রহমান সাদিক। এছাড়া একই সাথে সাবেক ব্যাংক কর্মকর্তা আবু মো. আব্দুল হানান, এভোকেট আকিকুজ্জামান খান, কলেজ শিক্ষক এ কে এম মাহমুদুল আলম, ব্যবসায়ী গাজী আব্দুল মাবুদ এবং চাকুরীজীবী গোলাম হামিদ বাবুল আজীবন সদস্যপদ গ্রহন করেন।
এ ব্যাপারে সদস্য সচিব সফিকুল বারী আওয়াল বলেন, প্রাথমিক অবস্থায় একশ জন আজীবন সদস্যের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছিল নতুন ২০ জন সদস্য হওয়ায় সদস্য সংখ্যা ৮০ জন হয়েছেন। আরো অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। আশা করা যায় খুব শীঘ্রই আমরা আমাদের লক্ষ্যে পৌছুতে পারবো। তিনি আরো জানান হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন কেন্দ্রের কাজ শুরু করার জন্য পৌরসভা থেকে শহরের ব্যাক রোডস্থ (পিটিআই সম্মুখে) প্রবাসী কেন্দ্র ভবনটি বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর এ কেন্দ্রর উদ্বোধন করা হবে।