শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান বিজয় দিবসকে সামনে মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর বই বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার পূর্ব শ্রীমঙ্গলস্থ বালুচর এলাকায় মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ গবেষক বিকুল চক্রবতী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা রানী সরকার এর সভপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী সুব্রত চক্রবতীর্, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুল হক, শাহনাজ পারভীন, রুনা বেগম ও প্রীতি রানী পাল।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ঘটনাবলী শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ গবেষক ও সাংবাদিক বিকুল চক্রবতী। পরে তিনি বঙ্গবন্ধুকে নিয়েতার লেখা সংকলণ আপন আলোয় বিশ^ভুবন শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
এর আগে শিক্ষার্থীরা মহান বিজয় দিবসকে সামনে রেখে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নেয়।