রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: রিসাইকেল এটিএম, সহজেই বেতনের বিপরীতে ঋণ, নারী উদ্যোক্তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদানসহ ইসলামী ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহদের সন্তুষ্টি অর্জন করেছে সিটি ব্যাংক হবিগঞ্জ শাখা।
সোমবার বিকেলে হবিগঞ্জ শহরের আমীর চান কমপ্লেক্সে কাস্টমার লয়ালিটি প্রোগ্রামে গ্রাহকরা এই অভিব্যাক্তি ব্যক্ত করেন।
সিটি ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তৃতা করেন হবিগঞ্জ মার্চেন এসোসিয়েশনের যুগ্ম-সাধারন সম্পাদক বদরুল আলম চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান ও ব্যাংকের গ্রাহকবৃন্দ।
ব্যাংকের কর্মকর্তারা জানান, ২০১২ সালে সিটি ব্যাংক হবিগঞ্জে যাত্রা শুরু করে। দিনে দিনে গ্রাহক বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এই ব্যাংক থেকে অনেক নারী উদ্যোক্তা সহজেই এসএমই ঋণ নিয়ে সফল উদ্যোক্তা হিসাবে সমাজে প্রতিষ্টিত হয়েছেন। ব্যাংকের রিসাইকেল এটিএম দিনরাত গ্রাহকরা টাকা জমা দিয়ে নিজেকে ঝুকি মুক্ত রাখতে পারছেন।
ব্যাংকের ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, গ্রাহকের সন্তুষ্টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে থাকি। গ্রাহকদের যে কোন পরামর্শ আমরা সাদরে গ্রহণ করি।
ছবির ক্যাপশনঃ অতিথি হিসাবে বক্তৃতা করছেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান। পাশে রয়েছে ব্যাংকের ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া।