মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০৬:৪৫ অপরাহ্ন
নিতেশ দেব, লাখাই (হবিগঞ্জ): হবিগঞ্জের লাখাই উপজেলায় বাস চাপায় অহিদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার স্থানীয় বুল্লা বাজারে এঘটনা ঘটে। অহিদ উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের আব্দুস সোবাহানের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় অহিদ মিয়া বুল্লাবাজারে চট্টগ্রামের উদ্দ্যেশে বাড়ি থেকে বের হলে বুল্লা বাজার নামক স্থানে লাকি পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে অহিদ মারা যান। ঘটনার পরপরই বাসের চালক মইন উদ্দিন পালিয়ে যান। এঘটনায় গাড়ি কে থানা হেফাজতে রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানা ওসি নুনু মিয়া ।