রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ফেরদৌস নামের এক ব্যবাসায়ীর উপর অতর্কিত হামলা চালিয়ে নগদ টাকাসহ তার ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
রবিবার (৪ ডিসেস্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার পুটিজুরী এলাকার ডাকবাংলা নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
আহত ব্যবসায়ী পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ণ গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
হাসপাতালের বেডে থেকে আহত ব্যবসায়ী ফেরদৌস মিয়া জানান, তার ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন,সেই টাকা আনতে বাহুবল যান। সাথে কিছু ব্যবসায়ী কাজও সারেন। পরে বাহুবল বাজার থেকে এক লক্ষ এক হাজার পাঁচশত টাকা নিয়ে মোটরসাইকেল দিয়ে পুটিজুরীর উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ডাকবাংলা নামক স্থানে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মন্ডল কাপন গ্রামের মর্তুজ আলীর ছেলে সুজন মীরের পাড়া গ্রামের কাদির মিয়ার ছেলে সন্ত্রাসী সাজনসহ কয়েকজন আমার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমার সাথে থাকা ১লক্ষ ১ হাজার ৫শ টাকা আমার ব্যবহৃত হোন্ডাসহ দুটি মোবাইল নিয়ে যায়। আমি গুরুত্বর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
এ বিষয়ে বাহুবল মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।