রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নুরপুর ও ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্য পদে ১০৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে প্র্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নুরপুর ইউনিয়নে একজন নারীসহ চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত আসনে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ব্রাহ্মণডুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত তিনটি আসনের বিপরীতে ১১ জন, নয়টি ওয়ার্ডে সাধারণ আসনে ৪১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ১০ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১১ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।