• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

জুড়ীতে বন মামলায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের অভিযানে বন আইন মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুজন গেপ্তার হয়েছে।
সোমবার রাতে জুড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এর দিক নির্দেশনায় এএসআই কামাল হোসেন অভিযান চালিয়ে সিআর-৬৭/০৬(বন) সংক্রান্ত জেলা বিজ্ঞ আদালত কর্তৃক ২ বছরের সশ্রম কারাদন্ড ও  ১০ হাজার টাকা অর্থ দন্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রাপ্ত সাজা পরোয়ানা ভুক্ত আসামি টুকনকে গ্রেপ্তার করেন। টুকন জুড়ী উপজেলার শুকনাছড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে। সে দন্ডপ্রাপ্ত হয়ে পলাতক ছিলো বলে পুলিশ জানায়। ওপর এক অভিযানে জুড়ী থানার এসআই সিরাজুল ইসলাম অভিযান চালিয়ে জিআর-২৩/২১ মামলার গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সমরা সাওতালকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সমরা সাওতাল গোয়ালবাড়ী গ্রামের ধরম সাওতালের ছেলে। সমরা সাওতাল গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত হয়ে পলাতক ছিলো। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসাররফ হোসেন জানান, মঙ্গলবার ২৮ নভেম্বর দুপুরে গ্রেপ্তারকৃত পলাতক দুই আসামির বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ