• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:০২ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচংয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

এস এম খোকন: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, আব্দুল আহাদ, মোঃ ফরিদ মিয়া, মোঃ আনোয়ার হোসেন, শাহ মাসউদ কুরাইশী মক্কী, মোঃ এরশাদ আলী, মোঃ আরফান উদ্দিন, নাসির উদ্দিন চৌধুরী, সাদিকুর রহমান, শেখ মিজানুর রহমান, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, উপজেলা মহিলা বিষয়ক অফিসার কুহেলিকা সরকার, বিভিন্ন কর্মকর্তা ও আইনশৃৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ।

সভায় সেচ প্রকল্প নিয়ে দাঙ্গা, মাদক ও জুয়া রোধে পুলিশ বাহিনী ও জনপ্রতিনিধিদের আরো কঠোর ভূমিকা পালনসহ ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি পুনরুদ্ধারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠাগারের সাইন বোর্ড সাঁটানো সম্পর্কে সভাকে অবহিত করা হয়।

এসময় নিয়মিত বাজার মনিটরিংসহ ১৮ বছরের নীচে টমটম মিশুক চালকদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষথেকে মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ