মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০৮:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
চোরাচালানের কয়লা আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তিন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।
আটককৃতরা হলেন,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তগ্রাম চাঁনপুরের কাদির মিয়ার ছেলে নজির মিয়া,একই গ্রামের সামসুদ্দিনের ছেলে জসিম মিয়া,পাশর্^বর্তী আমতৈল গ্রামের মৃত হযরত আলীর ছেলে আশক আলী।
রবিবার বিকেলে ভারতীয় রাজাই বিএসএফ ক্যাম্পের টহল দল ভারতের অভ্যন্তরে মেঘালয় পাহাড়ের নয়াছড়া থেকে তাদেরকে আটক করে।
স্থানীয় সুত্র জানায়, ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের চাঁনপুর বিওপির দায়িত্বপূর্ণ ১২০৫ মেইন পিলার অতিক্রম করে রবিবার বিকেলে চোরাচালানের কয়লা আনতে গেলে নজির, জসিম ও আশক আলীকে আটক করে ভারতের রাজাই বিএসএফ ক্যাম্পের টহল দল।
রবিবার সন্ধায় ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের চাঁনপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নির্মল কুমার মোহন্ত’র নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বিএসএফ কতৃক ওই তিন বাংলাদেশী নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করেন।