• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে দুটি করাতকলকে জরিমানা

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

এফ আর হারিছ, বাহুবল থেকে : বাহুবলে দুটি করাতকলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত মহা সড়কের বাহুবল উপজেলার চলিতাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সরকারি আইন ভঙ্গ করে রাস্তার উপর গাছ ফেলে রেখে মানুষ এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় চৌধুরী স’মিল এবং লাল মিয়ার স’ মিল নামে দুইটি করাতকলের মালিককে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়, এবং গাছ দ্রুত সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। এদিকে ওই সময়ই রাস্তায় জালালাবাদ গ্যাস ফিল্ড এর ফেলে রাখা গ্যাস পাইপ অতি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ডিজিএম, জালালাবাদ গ্যাস ফিল্ডকে মোবাইল ফোনে অবহিত করে ভ্রাম্যমান আদালত। উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রুহুল আমিন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ