• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাদ্রাসা শিক্ষকের শিশু সন্তানের চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
মাদ্রাসায় শিক্ষকের শিশু সন্তানের চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান করেছে সুনামগঞ্জের তাহিরপুরের “আদর্শ সাহাবা ঐক্য পরিষদ“।
রবিবার উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের ‘আদর্শ সাহাবা ঐক্য পরিষদের’ পক্ষ থেকে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চার বছর বয়সী শিশু মো. উসামা গালীব হিব্বানের পিতা মাওলানা তৌহিদুল আলমের হাতে নগদ (২০১৬০/=) বিশ হাজার একশত ষাট টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপজেলার মোল্লাপাড়া দারুল কুরআন মাদ্রাসা সুপার আলেমে দ্বীন মাওলানা মো. সফিউল্লাহ, আদর্শ সাহাবা ঐক্য পরিষদের সভাপতি মুফতি আশরাফুল আলম হাবিবী,সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল,সাধারন সম্পাদক মাওলানা মোস্তফা কামাল শিহাবী,সহ সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম সাদ্দাম,মাওলানা ইয়াসিন আরাফাত, হাফিজ এম এইচ ইয়াহিয়া,মোঃ আকমল হোসেন শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,উপজেলার মোল্লাপাড়া দারুল কুরআন মাদ্রাসার শিক্ষক মাওলানা তৌহিদুল আলমের চার বছর বয়সী শিশু সন্তান মো. উসামা গালীব হিব্বান দ্বীর্ঘ দিন ধরেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অর্থের অভাবে চিকিৎসাসেবা নিতে পারছিলেন না।
শিশুটির হার্টের সমস্যা সহ জঠিল অপারেশনের জন্য উন্নত চিকিৎসায় প্রায় তিন লাখ টাকার প্রয়োজন।
কিন্তু সুবিধাবঞ্চিত পরিবারের মাদ্রাসা শিক্ষকের পক্ষে তার শিশু সন্তানের চিকিৎসার ব্যায়ভার বহন করার অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থায় উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নে আলেম-উলামাদের সমন্বয়ে গঠিত ‘আদর্শ সাহাবা ঐক্য পরিষদ ওই শিশুর পাশে দাড়ায় অর্থ সহায়তা নিয়ে’।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ