• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে কাব স্কাউট গ্রু‌পে অনু‌ষ্ঠিত হলো স্কাউটস ওন

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

হবিগঞ্জ প্রতিনিধি:  ইউআর‌সি ইন্সট্রাক্টর এর ব‌্যবস্থাপনাও নি‌র্দেশনায় বহুলা ম‌ডেল সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য় কাব স্কাউট গ্রু‌পে অনু‌ষ্ঠিত হলো স্কাউটস ওন (Scouts’ Own)

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সদর উপজেলার বহুলা ম‌ডেল সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কাব স্কাউট গ্রুপ এ স্কাউটস ওন অনু‌ষ্ঠিত হয়। স্কাউটস এর‌ নিজস্ব একটা অনুষ্ঠান হ‌লো স্কাউটস ওন। এটা কোন ধর্মীয় অনুষ্ঠান নয়, ধর্মীয় কোন অনুষ্ঠা‌নের বিকল্পও নয়। ত‌বে এটা সকল ধর্মের ধর্মীয় আচার এর সমন্বয়ে স্কাউ‌টস এর নি‌জের আদ‌লে তৈরী করা একটা ব‌্যতিক্রমধর্মী অনুষ্ঠান। এ অনুষ্ঠা‌নে মধ‌্যদি‌য়ে স্কাউট আইন, প্রতিজ্ঞা এবং ম‌টো সম্প‌র্কে উপল‌ব্ধি করা যায় ।

বাংলা‌দেশ স্কাউটস হ‌বিগঞ্জ সদর উপ‌জেলার যে‌কোন ইউ‌নিট এ দীর্ঘ দিনপর এটাই প্রথম স্কাউটস ওন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠা‌নে সা‌র্বিক নি‌র্দেশনা ও ব‌্যবস্থাপনায় ছি‌লেন হ‌বিগঞ্জ সদর উপ‌জেলা রি‌সোর্স সেন্টা‌রের ইন্সট্রাক্ট‌র জনাব মোহাম্মদ জা‌হির মিয়া তালুকদার (উডব‌্যাজার)। অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ স্কাউটস সি‌লেট অঞ্চল এর (মৌলভী বাজার-হ‌বিগঞ্জ জেলা) সহকারী প‌রিচালক জনাব আ‌বে হায়াত হাসান ,ইউ‌নিট লিডার কামরুন্নাহার শিল্পী , সৈয়দা রায়হানা বেগম, ইউ‌নি‌টের কাব এবং স্কাউটগণ ।
অত‌্যন্ত ভাবগাম্ভীর্য ধর্মীয় প‌রি‌বে‌শে কাব এবং স্কাউটগণ প‌বিত্র কোনআন থে‌কে তিলাওয়াত, হামদ, নাত, উপখ‌্যান, গজল, প্রার্থনা সঙ্গীত উপস্থাপন ক‌রেন ।

স্কাউ‌টিং এর তিন‌টি মূলনী‌তি সেগু‌লো হ‌চ্ছে আল্লাহ / সৃ‌ষ্টিকর্তার প্রতি কর্তব‌্য পালন করা, নি‌জের প্রদি কর্তব‌্য পালন এবং অপ‌রের প্রতি কর্তব‌্য পালন । স্কাউটস এর মূলনী‌তির প্রথম‌টি‌ স্কাউটস ওন এ প্রতিফলন ঘ‌টে। ‌কোন না‌স্তিক লোক স্কাউ‌টিং এ অংশগ্রহণ কর‌তে পা‌রে না। উক্ত স্কাউস ওন এর মাধ‌্যমে কাব ও স্কাউটগণ ধর্মীয় কার্মকা‌ন্ডের ম‌ধ্যে স্কাউ‌টিং এর মিল খুঁ‌জে পা‌বে । উক্ত অনুষ্ঠা‌নে কাব এবং স্কাউটগণ স্বতস্ফূর্তভা‌বে অংশগ্রহণ ক‌রে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ