• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু তোলার সরঞ্জাম জব্দ

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৮ আগস্ট, ২০২২

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন।

রোববার (৬ আগস্ট) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশে ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুনের তত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দিপ তালুকদার অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত শ্রীমঙ্গল উপজেলার ভুবীর ইউনিয়নের ইসলামপাড়ায় অভিযানে নামে। এসময়  বালু তোলার স্থান থেকে বালু তোলার কাজে ব্যবহৃত ১টি শ্যালো মেশিন, ১টি পাম্প, ১০০০হাজার ফুট পিভিসি পাইপ জব্দ করে। পরে জব্দকৃত মালামাল আদালতের নির্দেশে বিনষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দিপ তালুকদার জানান,  এ স্থানে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ইতোপূর্বে আইন-শৃঙ্খলা বিগ্নকারী অপরাধ (দ্রæত) বিচার) আইন, ২০০২ এ মামলা দায়ের করা হয়েছে, যা এখনো আদালতে চলমান রয়েছে। শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ