বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৬:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
গৃহবধুর গোসলে আপক্তিকর ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে ভাইরাল করার হুমকি প্রদানের ঘটনায় ইব্রাহিম কারদী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির টহল দল সীমান্ত বাজার লাউরগড় থেকে গ্রেফতার করে তাকে থানায় নিয়ে যায়।
গ্রেফতার ইব্রাহিম উপজেলার বদাঘাট ইউনিয়নের সীমান্ত গ্রাম পুরান লাউর (পুরানগাঁও’র) জয়নাল আবেদীনের ছেলে। তার স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে।
তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. সোহেল রানা এ তথ্য ‘বাংলা ইনসেইডার’কে নিশ্চিত করেন।
ওসি আরও জানান,উপজেলার বাদাঘাট ইউনিয়নের ছড়ার পাড় গ্রামে পিতৃলয়ে থাকা এক গৃহবধুর গোসলের আপক্তির ভিডিও চিত্র ধারণ করে প্রতিবেশী পুরানগাঁও’র গ্রামের বিবাহিত যুবক নিকটাত্বীয় ইব্রাহীম। এরপর কু-প্রস্তাব দিলে ওই গৃহবধু তা প্রত্যাখান করেন।
তখন সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপের ম্যাসেঞ্জারে গৃহবধুর ধারণকৃত গোসলের আপক্তিকর ভিডিও ফুটেজ পাঠিয়ে ইব্রাহিম সেই ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে দিয়ে ভাইরাল করে দেয়ার হুমকি প্রদান করে। ওই হোয়াটস অ্যাপ ম্যাসেঞ্জারে আপক্তির বেশ কয়েকটি ম্যাসেজ রয়েছে।
নিরুপায় হয়ে ওই গৃহবধু সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালতে (তাহিরপুর যোন) অভিযোগ দায়ের করেন।
আদালতের বিজ্ঞ বিচারক অভিযোগ আমলে নিয়ে পর্নোগ্রাফী আইনে থানায় এফআইর ভুক্ত করে অভিযুক্তর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করেন।
তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. সোহেল রানা জানান, যে মোবাইল নাম্বার থেকে হোয়াটস অ্যাপে ভিডিও ফুটেজ পাঠানো হয়েছে, ম্যাসেজে হুমকি দেয়া হয়েছে, সেটি সিআইডির সাইবার ক্রাইম ইউনিটে পাঠানোর পর এ ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে ঘটনাটি আদৌ কে ঘটিয়েছে।