বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৪:৪৮ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জে খোয়াই নদীর পাড়ে কদর আলী (৪৫) নামে ট্রাক্টর শ্রমিককে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি টাক্টরে শ্রমিকের কাজ করতেন।
শনিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে খোয়াই নদীর মাছুলিয়া এলাকা থেকে মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কদর আলী হবিগঞ্জ পৌরসভার ইনাতাবাদ এলাকার মোঘল মিয়ার পূত্র।
পুলিশ জানায়, স্থানীয়রা খোয়াই নদীর মাছুলিয়া এলাকায় কদর আলীর মাথাবিহীন লাশ নদীর পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
হবিগঞ্জ সদর থানার পরির্দশক (তদন্ত) দৌস মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন- মাথা উদ্ধারে অভিযান চলছে।