মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১১:৩০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে পুলিশের মানদন্ডে জেলার সদর থানার অফিসার এনচার্জ মো. ইয়াছিনুল হক জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
সোমবার জেলা পুলিশের মাসিক প্যারেড ও কল্যান সভা শেষে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক ও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত ও সদর মডেল থানার এসআই (নিঃ) আবু নাইয়ুম মিয়া ও এএসআই মাহবুবুল আলম। শ্রেষ্টদের মাঝে ক্রেষ্ট ও প্রসংশাপত্র তোলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও ১ মোঃ আব্দুল হাই চৌধুরী ও মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।