বুধবার, ২৯ জুন ২০২২, ১০:২৩ পূর্বাহ্ন
ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বিশেষ অভিযানে এই প্রথমবারের মতো সর্বোচ্চ ইয়াবা ট্যাবলেট সহ ১জনকে গ্রেফতারে সক্ষম হয়েছে থানা পুলিশ।প্রায় দের হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ যার আনুমানিক মূল্য ৩লক্ষ ৯২হাজার ৭শত টাকা।
৪ঠা এপ্রিল বুধবার বিকেলে ওসি জাহিদুল হক’র নির্দেশনায়এসআ মাসুদ রানা নেতৃত্বে সঙ্গীয় ফোর্সে এএসআই কিম্মত আলী মীর, এএসআই আব্দুল কাইয়ূম,কং/১০৫ আজিজুল হক সহ পুলিশ সদস্যের একটি বিশেষ দলের অভিযানে বংশীকুন্ডা উত্তর ইউপির অন্তর্গত সাউদপাড়া সামনে কাঁচা রাস্তার উপর হইতে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গোলগাঁও গ্রামের আকবর আলী’র পুত্র মোঃআব্দুস সত্তার(৪৬)।
বিষয়টি প্রতিনিধিকে নিশ্চিতের মাধ্যমে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃজাহিদুল হক নাজমূল জানান মধ্যনগরের ইতিহাসে প্রথম সবচেয়ে বেশী মাদক নিয়ে এই কারবারিকে ১হাজার৩শ ৯পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করতে সক্ষম হয়েছি মধ্যনগর থানা পুলিশ।মামলা পস্তুতি চলছে।