মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে প্রকাশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সামাজিক স্তরবিন্যাস ও রাজনৈতিক মেরুকরণ এবং জলবায়ু পরিবর্তনের উপর ড. আশরাফ উদ্দিন আহমেদ এর লিখিত ২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমীর সাবেক মহাপরিচালক ড. আশরাফ উদ্দিন আহমেদ।
সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রের মহাপরিচালক অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী, এমডিএস বিসিএস প্রশাসন একাডেমী অতিরিক্ত সচিব ড. মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শহীদ উদ্দিন চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাছ সোহেল, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, বাপা’ হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনহাজুল ইসলাম চৌধুরী কাসেদ, পারভেজ আলম চৌধুরী, ফারুক আহমেদ পারুল, মোঃ মাসুদ খান, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল প্রমুখ।