বুধবার, ২৯ জুন ২০২২, ০৩:১৫ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ জনেকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের মহিমাউরা গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এ কারাদন্ডাদেশ দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
দন্ডপ্রাপ্তরা হলেন, শ্রীবাউর এলাকার জমসেদ মিার ছেলে আজগর (৩৫), শহীদ মিয়ার ছেলে তাজুল ইসলাম (২১), ফান্ডাইল এলাকার সফিক মিয়ার ছেলে লিটন মিয়া (২৫), আব্দুর রশিদের ছেলে রাসেল মিয়া (২১), আব্দুর রহিমের ছেলে সুজন মিয়া (২৪)।
পরে তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হলে সন্ধ্যায় তাদেরকে কারাগারে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন চুনারুঘাট থানার এসআই অজিত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ। এধরণের অভিযান অব্যাহত আছে বলে ইউএনও জানান।