মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৯:১৪ পূর্বাহ্ন
মীর দুলাল, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে গাজা সহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৮এপ্রিল) বিকেলে শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, এর নেতৃত্বে এসআই স্বপন চন্দ্র সরকার পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করে গত রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় শায়েস্তাগঞ্জ থানা ও প্রেস ক্লাব এর সামনে দেউন্দি সিএনজি স্ট্যান্ড এলাকা হইতে ০২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন- চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামের মোঃ সুন্দর আলীর ছেলে
মোঃ শাহজাহান মিয়া(৩০) চুনারুঘাট হবিগঞ্জ কে গাজা সহ আটক করে মাদক আইনে মামলা দায় করে আদালতে প্রেরণ করা হয়!
গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানা( ওসি) অজয় চন্দ্র দেব। তিনি জানান
মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানায় নিয়মিত মাদক আইনে মামলা রুজু করে আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে প্রতি দিন অব্যাহত রয়েছে!