বুধবার, ২৯ জুন ২০২২, ০৪:২৯ অপরাহ্ন
মীর দুলাল, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ থেকে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
এ সময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সে মাহমুদাবাদ এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে!
বুধবার (০৬ এপ্রিল) বিকালে হবিগঞ্জ বিচারিক আদালতে মাধ্যমে মাদক ব্যবসায়ী কে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবির ওসি আল আমিনের দিক নিদর্শনায় এস আই অভিজিৎ এর নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ মাকমুদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
এ সময় ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ সন্ধান চালিয়ে মাদক সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো শায়েস্তাগঞ্জ থানা জগন্নাথপুর গ্রামের মোঃ আব্দুল খালেক মিয়ার ছেলে
মোরশেদ আলম শিশির (৩৪)কে।
গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের ইনচার্জ আল আমীন। তিনি জানান মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান প্রতি দিন অব্যাহত রয়েছেন।