নিতেশ দেব, লাখাই ( হবিগঞ্জ): লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির (ব্যকস) নির্বাচন ২০২২ অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার স্থানীয় বুল্লা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সকাল ১০ থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচনে সভাপতি পদে চেয়ার মার্কা প্রতীকে ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন আশিক আহমেদ রাজিব, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ বাদশা মিয়া ছাতা মার্কা প্রতীকে পান ২৪৫ ভোট।
সাধারন সম্পাদক পদে মোরগ মার্কা প্রতীকে আসাদুজ্জামান চৌধুরী সোনাই এবং মোঃ জুনাঈদ চৌধুরী হরিণ মার্কা প্রতীকে ২১৯ পেয়ে ড্র করলে লটারীর মাধ্যেমে বিজয়ী হন মোঃ জুনাঈদ চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাজিদুর রহমান ভ্যানগাড়ি প্রতীকে ২৮২ ভোটে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রানকৃষ্ণ দেব টিউবয়েল প্রতীকে পান ২৭৬ ভোট।