• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে লাফিয়ে বাড়ছে করোনা, কঠোর হচ্ছে প্রশাসন

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ভাইরাসটি প্রতিরোধে জেলা প্রশাসন বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছে।

সোমবার (২৪ জানূয়ারি) জেলা সিভিল সার্জনের দেওয়া তত্ব অনুযায়ি জেলায় ১২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে সদর উপজেলায় ১৬জন, কুলাউড়ায় ৩৬জন, রাজনগরে ৫জন, বড়লেখায় ১৮জন, জুড়ী ৫জন, কমলগঞ্জ ৬জন ও শ্রীমঙ্গল উপজেলায় ৫জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

এমন অবস্থায় জেলা ও উপজেলা প্রশাসন প্রতিদিন জনগণকে সচেতন করে তোলতে সচেতনতামূলক প্রচারনার পাশাপাশি মাস্ক বিতরণ ও স্বাস্থবিধি অমান্যকারীদের বিরুদ্ধে চলছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।

গতকাল রোববার জেলাব্যাপী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ৩৬ জনকে ১৮ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান সবাই সর্তক হওয়ার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, আজ সোমবার থেকে কঠোরভাবে বিধিনিষেধ বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্যবিধি অমান্যকারীগণকে অর্থদন্ড এবং কারাদন্ডের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ