করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে সৎ ভাইয়ের কোঁদালের আঘাতে ভাই খুন

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সৎ ভাই ছোবান মিয়ার কোঁদালের আঘাতে গেদু মিয়া নামে অপর ভাই সিলেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে সিলেট কতোয়ালী থানা থেকে লাশ চুনারুঘাট থানায় আসলে নিহতের স্ত্রী রেহেনা খাতুন লাশ গ্রহণ করেন।

এঘটনায় মঙ্গলবার রাতেই নিহতের স্ত্রী রেহেনা আক্তার বাদী হয়ে ছোবান মিয়াকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এর আগে গত সোমবার সকাল ১১টার দিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে আট দিন চিকিৎসা থাকাবস্থায় মারা যান তিনি।

খবর পেয়ে চুনারুঘাট থানার সেকেন্ড অফিসার অলক বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ভোলারজুম গ্রামে নিহতের স্ত্রী রেহানা খাতুনের সাথে কথা বলে মৃত্যুর খবরটি নিশ্চিত হয়।

এর আগে গত ৭ জুলাই সকালে উপজেলার মিরাশী ইউপির ভোলারজুম গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র গেদু মিয়া (৪৫) ও সৎ ভাই ছোবান মিয়া (৩৭) মাছ ধরার জাল পালানোকে কেন্দ্র করে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এক পর্যায়ে সৎ ভাই ছোবান মিয়া তার হাতে থাকা কোঁদাল দিয়ে গেদু মিয়ার মাথায় করে মারাত্মক জখম করে। এসময় আশপাশের লোকজন গেদু মিয়াকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করেন।

চুনারুঘাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) শেখ মোঃ নাজমুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ