বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে নিজ ঘর থেকে আছকিল মিয়া (৫৫) নামে এক টমটম চালকের ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে সে নিজে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি নিহতের পরিবারের।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
নিহত আছকিল মিয়া সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের আব্দুল লতিবের ছেলে। পেশায় সে একজন টমটম চালক।
সূত্রে জানা যায়, সকালে পরিবারের লোকজন ঘরের তীরের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
মৃত্যু সম্পর্কে তার পরিবারের লোকজনের ভাষ্য সে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা বলতে রাজি নন তারা।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী বলেন- পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এখনও বলা যাচ্ছে না।