বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ৪হাজার ৫শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক থেকে একটি ট্রাক সহ ৭৪ বস্তা পলিথিন জব্দ করে বাহুবল থানায় সোপর্দ করে।
ট্রাক চালক হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের ফজলুল হক জানান, ৭৪ বস্তা পলিথিন ঢাকা থেকে নিয়ে আসছিল, সিলেট যাওয়ার জন্য। পথিমধ্যে পুলিশ তাকে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে পলিথিন নিয়ে যাওয়া চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক। এ সময় জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তর এর সহায়তায় বিনষ্ট করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।