বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ভবনে ধূমপান করায় এক ব্যক্তিতে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে বাহুবল উপজেলায় শিমুলিয়াম গ্রামের রহিম মিয়ার পুত্র লাল মিয়াকে (৬১) প্রকাশ্যে ধুমপান করায় ৩’শ টাকা জারিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা হক।
সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় ভবন ধুমপানমুক্ত ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, বাংলাদেশে প্রচলিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ৪ ধারা অনুযায়ী প্রকাশ্যে ধূমপানের ফলে জরিমানা হিসেবে প্রথমবার অনধিক ৩০০ টাকা এবং দ্বিতীয় বা পরবর্তী প্রতিবারের জন্য দ্বিগুন টাকা দিতে হয়।
এছাড়া ১০ধারা অনুযায়ী সিগারেট, বিড়ি ইত্যাদি তামাকজাতীয় দ্রব্যের মোড়কে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ কিংবা ‘ধূমপান হৃদরোগের কারণ’ লেখা বাধ্যতামূলক করা হয়।