করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুরে ইয়াবাসহ দুই যুবক আটক

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৫ জুলাই, ২০১৯

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর এলাকা থেকে ২শ পিছ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামের রসরাজ চৌধুরীর পুত্র দয়াল চৌধুরী (২৪) একই গ্রামের বিরাজ চৌধুরীর ছেলে অপূর্ব চৌধুরী (২১)।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল এম জাহিদুর রশীদ পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকা থেকে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা উল্লেখিত স্থানে অভিযানে চালিয়ে ২শ পিছ ইয়াবাসহ তাদেরকে আটক করে। রাতেই আটককৃতদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ