করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে সাংবাদিকের রোপকৃত গাছের চারা ভেঙ্গে ফেলেছে দুষ্কৃতিকারীরা

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৪ জুলাই, ২০১৯

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাওঁ ইউনিয়নের চাটপাড়া গ্রামের সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ-এর অর্ধশত রোপনকৃত গাছের চারা রাতের আধারে ভেঙ্গে ফেলেছে দুষ্কৃতিকারীরা।

শনিবার  দিবাগত রাতের কোন একসময় এ ঘটনা ঘটেছে।

এ ব্যপারে সাংবাদিক হারুন-এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আজ রোববার  (১৪ জুলাই) সকাল সাড়ে ৮ টায় তাঁর নিজ গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার উত্তর পাশে তাঁরই জমির দক্ষিন পাশে প্রায় ৫০টি কাঠ জাতীয় গাছের চারা রোপন করেছিলেন।

যে স্থানে অতীতে ও তিনি কাঠ গাছের চারা রোপন করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে যতসামান্য পরিমাণ হলেও প্রকৃতিকে সহযোগীতা করেছেন।কিন্তু শনিবার চারা রোপনের পর রাত অতিবাহিত হলে সকালে গিয়ে দেখেন তার গাছগুলো বাঁশের খুটিতে প্লাস্টিকের সুতা দিয়ে বাধা থাকা অবস্থাতেই কে বা কারা ভেঙ্গে ফেলেছে।

তবে তিনি বলেছেন গাছ রোপনের সময় ওই গ্রামের এক দুষ্কৃতিকারী উল্লেখিত রাস্তা নিজের দাবী করে গাছ রোপনে বাধা দেওয়া সহ অনেক হুমকি ধামকি দিয়েছে।সাংবাদিক শেখ হারুন ধারনা করেছেন ওই দুষ্কৃতিকারীর চক্র মিলেই তাঁর গাছগুলো ভেঙ্গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ