বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: গত দুদিনের টানা বর্ষন ও পাহাড়ী ভাঙছে চুনারুঘাটের রামগঙ্গা এলাকার সড়ক।
ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের রামগঙ্গা এলাকায় সড়ক ভাঙ্গনের আশংকায় রয়েছে।
আজ শনিবার রাতেই এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে ঝুকি নিয়ে যান চলাচল করছে।
সম্প্রতি অবৈধ বালু উত্তোলনের ফলে সড়কের পামে বড় গর্তের সৃষ্টি হয়। গত দু দিনের প্রবল বৃষ্টি ও পাহাড়ী ঢলে ভাঙছে মহাসড়কটি। ভাঙা সড়কটির পাশে লাল পতাকা লাগিয়ে দিয়ে শেষ করেছেন সড়ক ও জনপথ বিভাগের কর্তাব্যক্তিরা।
এলাকাবাসী আশংকা করছেন যে ভাবে বৃষ্টি হচ্ছে, তাতে মনে হচ্ছে পাহাড়ী ঢলে রাতেই সড়কটি ধেবে গিয়ে মারাত্নক দুর্ঘটনায় পড়তে পারে।