বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জে উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।
শনিবার (১৩ জুলাই) বিকেলে করাঙ্গীনিউজকে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইভেষ্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর শরীফ রেজাউল করিম।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লস্করপুর নামকস্থান থেকে ট্রেনে কাটা রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ।
পিবিআই পুলিশ জানায়- উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাত্র ১০ মিনিটে অজ্ঞাত লাশের পরিচয় বের করা হয়েছে। নিহত ব্যক্তির নাম রাশিদ মিয়া, পিতা- আব্দুল খালেক, গ্রাম- রানিগাও, উপজেলা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি এএসআই ইমরান আহমেদ জানান- শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়, এসময় স্থানীরা কেউই লাশের সনাক্ত করতে পারেননি।