করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে ১৬ ঘন্টায় খোয়াই নদীর পানি বেড়েছে ১৭০ সে.মি

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৩ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: দু’দিনের ভারী বর্ষণের ফলে হবিগঞ্জে কুশিয়ারা ও খোয়াই নদীর পানি এখনও বৃদ্ধি অব্যহত রয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকালে সাড়ে ১১টা পর্যন্ত কুশিয়ারা নদীর পানি হবিগঞ্জ অংশে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে এবং খোয়াই নদীর পানি হবিগঞ্জ অংশে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাহিত হচ্ছে।

পানি আরও বাড়তে পারে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। এর মধ্যে ১৬ ঘন্টার ব্যাবধানে খোয়াই নদীতে ১৭০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানেও পানি বৃদ্ধি অব্যহত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে খোয়াই নদীর পানি হবিগঞ্জ অংশে বিপদসীমার ১ মিটার (১শ’ সেন্টিমিটার) নিচ দিয়ে প্রবাহিত হয়। কিন্তু রাতভর পানি বৃদ্ধি অব্যহত থাকায় শনিবার বেলা ১২টার দিকে খোয়াই নদীর পানি ১৭০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিষয়টি নিয়ে শহরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। কারণ গতবছরের দূর্বল স্থানগুলো সংস্কার করার ঝুঁকিপূর্ণ কোন স্থান নেই বলে দাবি তাদের।

হবিগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, ‌খোয়াই নদীর দূর্বল ও ক্ষতিগ্রস্থ স্থানগুলো ইতোমধ্যে সংস্কার করা হয়েছে। তাই পানি বৃদ্ধি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আজও পানি বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ