বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
মোহা. অলিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুরে সম্প্রাসারিত বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকালে মাধবপুর থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে সিলেট বিভাগের ডিআইজি মোঃ কামরুল হাসান বিপিএম (বার) বলেন – জনগণের প্রত্যাশা জানতেই বিট পুলিশিং ব্যবস্থা প্রচলন করা হয়। সনাতনী পুলিশিং ব্যবস্থাকে আরো গতিশীল করতে প্রতিটি ইউনিয়নে একজন বিট অফিসারকে এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেক এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করবে।
তিনি আরো বলেন, সমাধান করতে না পারলে অফিসার ইনচার্জসহ বড় পরিসরে সমাধানের ব্যবস্থা করতে পারা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্লা, বিপিএম, পিপিএম, মাধবপুর- চুনারুঘাট সার্কেলের এএসপি মোঃ নাজিম উদ্দীন, মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজমিরুজ্জাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীলসামাজ, ও কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।