• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৮:০০ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচঙ্গে সেলফি তোলা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক: আটক ৪

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কিশোরীর সাথে সেলফি তোলা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে নারীসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ৪ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে কবিরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের রুবেল মিয়া (২৫) নামের এক যুবক একই গ্রামের জনৈক কিশোরীর সাথে সেলফি তোলার চেষ্টা করে। এ সময় ওই কিশোরীর ভাই রুবেলকে বাঁধা দিলে দুইজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ৪ দাঙ্গাবাজকে আটক করা হয়।

গুরুতর আহত অবস্থায় সুজন মিয়া, নিমাই উদ্দিন, কাওসার মিয়া, আহাদ মিয়া, আতাবুর মিয়া, শামীম মিয়া, জালাল মিয়া, রশিদ মিয়া, এবাদুর রহমান, নিজামুল, মন্নান, সাদেক মিয়া, ফয়ছল মিয়া, হামিদ মিয়া, দানা খাতুন, রিনা খাতুন, আছিয়া খাতুন ও টেটাবিদ্ধ অবস্থায় রুবেলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি এমরান হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ