• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ঈদের দিনে হবিগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৪ মে, ২০২১

করাঙ্গীনিউজ : স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাচলসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে হবিগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের দিনে সড়ক পরিবহন মালিক-শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (১৪ মে) সকাল ১১ থেকে দুপুর দেড় টা পর্যন্ত হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে হবিগঞ্জ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক পরিষদের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচি হবিগঞ্জ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মোটর গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, অ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরী, আবু মঈন চৌধুরী সোহেল, আনেয়ার হোসেন আনু, আব্দুল ওয়াহাব বাবুল, শ্রমিক নেতা শাহ হাবিবুর রহমান জিতু, সাইদুর রহমান, দিয়ারিছ মিয়া, সেলিম আহমেদ আব্দুল আউয়াল, নুরুল ইসলাম রাজু, মোজাম্মেল হোসেন, স্বপন গোপ তরফদার, দুলাল গোপ, ইলিয়াছ মিয়া রুবেল, অরুণ গোপ, আব্দুল রকিব প্রমূখ।

এ সময় বক্তারা বলেন-পবিত্র ঈদুল ফিতরে দূরপাল্লার যাত্রীরা বিভিন্ন পরিবহন গাদাগাদি করে বাড়িতে ফিরেছেন। এতে কোন ধরণের স্বাস্থ্যবিধি যেমন মানা হয়নি, তেমনি যাত্রীদের দুইগুন ভাড়া দিয়ে আসতে হয়েছে। বাসসহ হবিগঞ্জ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন পরিবহনগুলো চলাচল করার সুযোগ দিলে তারা স্বাস্থ্যবিধি মেনে দূর পাল্লার যাত্রীদের নিয়ে আসতে পারতো। অবিলম্বে তারা গণপরিবহন চলাচলের দাবি জানান। এছাড়াও শ্রমিকদের ১০ কেজি চাল দেয়াসহ ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ