• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ মে, ২০২১

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের বাহুবলে আবদুল হাসিম মার্কেট ও মুল্লুক চান বিবি কমপ্লেক্সে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এঘটনায় মুল্লুক চান বিবির পুরো মার্কেট ও আবুল হাসিম মার্কেটের অর্ধেক দোকানপাঠ পুড়ে চাই হয়ে যায়।

সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও এলাকাবাসী প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে আবুল হাশিম মার্কেটের মালিক সোহেল আহমদ কুটি বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, উপজেলার জাঙ্গালিয়া উপজেলা হাসপাতাল এলাকার মুল্লুক চান বিবি কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে।

মুল্লুক চান বিবি কমপ্লেক্সে একাধিক দোকানপাট রয়েছে। এরই মধ্যে দুটি ফার্নিচার দোকান,একটি থ্যারাপি সেন্টার, দুটি মুদি মালের দোকান ও পিছনে রয়েছে কয়েকটি বাসা। এর সব কয়টি পুড়ে ছাই হয়ে গিয়েছে।

এদিকে আবুল হাশিম মার্কেটের একটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে এ আগুনে বাসা বাড়ির লোকজনের হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এ ঘটনার খবর পেয়ে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আহমেদ মুঠোফোনে জানিয়েছেন ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে এসেছেন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমান সঠিকটি জানাতে না পারলেও কোটি টাকার মত হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ