• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে উপজেলা পরিষদ এসোসিয়েশনের মতবিনিময় সভা 

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ : বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন জেলা সভাপতি চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর এর সভাপতিত্বে জেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এফ এম সৈয়দ শাহজাহান, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম চৌধুরী, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো: গাজিউর রহমান ইমরান, মাধবপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মজিবউদ্দিন তালুকদার, আজমিরিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, বানিয়াচং উপজেলার ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, চুনারুঘাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, হবিগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম বাহুবল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন প্রমূখ।

জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান চুনারুঘাট
উপজেলা বাসীর পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর তাদেরকে শুভেচ্ছা
জানান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু জনগণের ক্ষমতা,
জবাবদিহি শাসন ব্যবস্থা, সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় নিজের জীবন দিয়ে গেছেন। কিন্তু
আজও সেই জবাবদিহি শাসন ব্যবস্থা, জনগণের ক্ষমতায়ন, জনপ্রতিনিধির মাধ্যমে মানুষের
উন্নয়ন নিশ্চিত করণে এখনো সাংবিধানিক নির্দেশনা পূরণ হয়নি। আত্মসম্মানবোধ নিয়ে
আজ উপজেলা পরিষদের দায়িত্ব পালন থেকে বঞ্চিত উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন বিচারবিভাগের
শরনাপন্ন হতে চলেছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের দাবি একটাই,
বঙ্গবন্ধুর সংবিধান এবং শেখ হাসিনার প্রবর্তিত আইনে উপজেলা পরিষদ চালাতে হবে।
অন্যথায়, সর্বোচ্চ আইনী পদক্ষেপ গ্রহণ করে সাংবিধানিক অধিকার আদায় করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ