করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র তানভীর হত্যা মামলার তদন্তের স্বার্থে শার্ট-প্যান্ট উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নছরতপুর গ্রামে আলোচিত স্কুলছাত্র তানভীর হত্যা মামলার তদন্তের স্বার্থে নিহতের শার্ট প্যান্ট উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে প্রধান আসামী উজ্জলকে সাথে নিয়ে ঘটনাস্থ পরিত্যক্ত পুকুর থেকে এসব আলামত উদ্ধার করা হয়েছে। এসময় আসামী উজ্জল মিয়াকে দেখতে উৎসুক জনতার ঢল নামে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আদালতে আসামীদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, সেখান থেকেই নির্দেশনামতে নিহত তানভীরের শার্ট প্যান্ট উদ্ধার করা হয়।

এর আগে গত ২৬ জানুয়ারি দুপুর ১টায় উপজেলার নুরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামে সৈয়দ আলীর পুত্র উজ্জলের বাড়ীর পরিত্যক্ত একটি পুকুর থেকে স্কুল ছাত্র তানভীর আহমেদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তানভীর একই গ্রামের ফারুক মিয়ার পুত্র। সে স্থানীয় আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

এঘটনায় ২৭ জানুয়ারী বিকালে নিহত তানভীরের পিতা ফারুক মিয়া বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১১। আসামীরা হল- উপজেলার পশ্চিম নছরপুর গ্রামের সৈয়দ আলীর পুত্র উজ্জল মিয়া (২৫) ও নুরপুর গ্রামের মলাই মিয়ার পুত্র শান্ত (২৬) ও বাছিরগঞ্জ বাজারের জলিল কবিরাজের পুত্র জাহিদ মিয়া (২৮)সহ অজ্ঞাত কয়েকজন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ