বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের পোস্টার ছিঁড়ে দিয়েছে দূর্বৃত্বরা। এ ব্যাপারে আতাউর রহমান সেলিম নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।
রবিবার দুপুরে তিনি অভিযোগটি দেন। এর আগে রোববার দিবাগত রাতের কোন এক সময় দূর্বৃত্বরা তার পোস্টারগুলো ছিঁড়ে।
জানা যায়, রাতে কে বা কারা শহরের মোহনপুর এলাকায় লাগানো নৌকা মার্কার পোস্টারগুলো ছিঁড়ে পাশ্ববর্তী ড্রেনে ফেলে দেয়। খবর পেয়ে গতকাল রোববার সকালে প্রার্থী আতাউর রহমান সেলিম ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানার পর নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ জানান।
এ ব্যাপারে আতাউর রহমান সেলিম বলেন, ‘আমি নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি। ধারণা করতে পারছি কারা এ কাজটি করেছে। তবে এই মূহুর্তে আমি তাদের নাম বলতে চাই না।’