করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

প্রাক্তন বিচারপতি মো. আব্দুল হাইয়ের দাফন সম্পন্ন

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান, হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি এবং সাবেক আইন সচিব বিচারপতি মো. আব্দুল হাইয়ের লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টায় প্রথম জানাজার নামাজ হবিগঞ্জের চুনারুঘাট সদর ঈদগাহ মাঠে ও ২য় জানাজার নামাজ মরহুমে নিজ গ্রাম আইতন জামে মসজিদের সামনে বাদ জোহর অনুষ্ঠিত হয়।

এর আগে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাজার নামাজে যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, মরহুমের বড় ছেলে ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল হাই রাজীবসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ