করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে পিতাকে শিকলে বেঁধে নির্যাতন

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে শিকল দিয়ে বেঁধে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামে নিজের ছেলে সন্তানদ্বারা বৃদ্ধ পিতা আবুল কালাম ওরফে আবু মিয়াকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করা হচ্ছে।

একটি সূত্র জানায়, বৃদ্ধ আবু মিয়া বেশ কিছুদিন যাবৎ ঘড় ছাড়া। ছেলেদের ভয়ে বাড়িতে আসতে পারছেন না তিনি। গতকাল শুক্রবার (২০ফেব্রুয়ারী) তিনি বাড়িতে আসলে তার ছেলেরা তার উপর নির্যাতন করে ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখে। আজ শনিবার বেলা ১টা পর্যন্ত তিনি ঘরে শিকল বন্দি অবস্থায় রয়েছেন। পাড়া প্রতিবেশী কাউকে তার রুমে প্রবেশ করতে দিচ্ছে না ছেলেরা।

শিকল বন্ধি জীবন থেকে বাঁচতে চান ওই বৃদ্ধ। ওই বৃদ্ধ ছেলেরে নামে জায়গা সম্পত্তি না দেওয়ার কারনেই তাকে বেঁধে রাখা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, লোকটি মানষিক ভাবে বিকারগ্রস্থ, পাড়াপ্রতিবেশিরা জানিয়েছে তিনি সব জায়গা সম্পত্তি অন্যত্র বিক্রি করে দিচ্ছেন, ঘটনাস্থলে পুলিশ ও আমাদের তহশীলদারও সেখানে গেছেন। বিষয়টি দেখছেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ