বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:বাহুবলে ভাবীকে ধর্ষণের ঘটনায় বাহুবল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রধান আসামি ওয়াহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ৫ বছর আগে বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের জমির আলীর সাথে তার বিয়ে হয়। সে পেশায় একজন গাড়ি চালক। প্রায়ই জীবিকার তাগিদে বাইরে থাকে। এ সুযোগে ধর্ষিতার উপর কুনজর পড়ে একই গ্রামের তার দেবর মৃত বেল্লা মিয়ার ছেলে ওয়াহিদের (২২)।
জমির আলী বাড়ি না থাকার সুযোগে সে প্রায়ই কুপ্রস্তাব দিতো। কিন্তু তিনি লজ্জায় বিষয়টি কাউকে জানাতেন না। সম্প্রতি ধর্ষিতা গৃহবধূ একা ঘুমিয়ে পড়লে গভীররাতে কোনো এক সময় লম্পট ওয়াহিদ তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং তা ভিডিও করে রাখে। পরবর্তীতে ভিডিও ফাঁস করে দেয়ার কথা বলে বিভিন্নস্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। গত মঙ্গলবার গভীররাতে পুনরায় ওই গৃহবধূকে বাড়ির পাশে করাঙ্গী নদীর পাড়ে একটি ঝোপে নিয়ে যায়। সেখানে নিয়ে ওয়াহিদ ধর্ষণ করার পর তার বন্ধুদের সাথেও শারীরিক সম্পর্ক করার কথা বলে। এতে সে রাজি না হলে তাকে মারপিট শুরু করে।
বাহুবল মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, ভিকটিম নিজেই বাদি হয়ে মামলা রুজু করেছে এবং অন্য আসামীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে।