করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে আন্ত: চা বাগান  ফুটবল  টুর্নামেন্টের উদ্বোধন

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

কমলগঞ্জ ( মৌলভীবাজার)  প্রতিনিধি:
মৌলভীবাজারের  কমলগঞ্জে আন্ত:চা বাগান  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  হয়েছে।

 

রবিবার সারা দেশের ২২টি চা বাগানের ফুটবল  দলের  অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন  ইসলামপুর ইউপি চেয়ারম্যান  আব্দুল হান্নান।

 

চাম্পারায় চা  বাগান  ব্যবস্থাপক  আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী সাদেক হোসেনের  উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন  চাম্পারায় চা বাগানের সহকারী  ব্যবস্থাপক  রাহেল রানা, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি  শাব্বির এলাহী, ইউপি সদস্য   রাজেশ নুনিয়া,  দীপেন সাহা, রাম প্রবেশ  গড়,কুরমা চা বাগান  পণ্ছায়েত  সভাপতি  নারদ পাশী, চাম্পার  চা  বাগান  পন্ছায়েত  সভাপতি  শংকর  বোনার্জ বিশিষ্ট  ক্রীড়া   সংগঠক ও সাবেক ইউপি  সদস্য  সবুজুর রহমান।

 উদ্বোধনী  খেলায়  স্বাগতিক  চাম্পারায় চা বাগান ফুটবল দল  নোয়াপাড়া  চা বাগান ফুটবল  দলকে ২-০ গোলে  পরাজিত করে । খেলা  পরিচালনায়  ছিলেন  বাফুফে  তালিকা  ভুক্ত  রেফারি আব্দুল   মন্নান  খাঁন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ