মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৪:৪৭ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে কালেঙ্গা রেঞ্জের ছনবাড়ী বন বিটের গাতাবাড়ী ফরেস্ট ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে গাতাবাড়ী ফরেস্ট ক্যাম্পে থাকা মোঃ সেলিম হোসেন এফ.জি, ও ফস্টে গার্ড মিন্টু চন্দ্র গোপ এ ২ জন বন প্রহরীরা ক্যাম্প এলাকার প্রায় ৩ কিলোমিটার দূরে দোলনাখোলা নামক সংরক্ষিত বনাঞ্চলে টহলে থাকা অবস্থায় গভীর রাতে একদল দুর্বৃত্তরা গাতাবাড়ী ফরেস্ট ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়।
গভীর রাতে টহল থেকে এ বন প্রহরীরা ফিরে এসে দেখে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাচ্ছে গাতাবাড়ী ফরেস্ট ক্যাম্পটি।
এ সংবাদ ছন বাড়ী বিট কর্মকর্তা এ,টি,এম সিদ্দিকুর রহমান ফরেস্টার, কালেঙ্গা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে ফরেস্ট, বন প্রহরী, রেঞ্জ কর্মকর্তাসহদের মাঝে হৈ ছৈ ও ছুটাছুটি শুরু হয় এবং এ বন কর্তৃপক্ষরা সরেজমিনে ছুটে যান ঘটনাস্থলে।
এতে গাতাবাড়ী ফরেস্ট ক্যাম্পে থাকা মূল্যবান কাগজপত্র, বিভিন্ন আসবাবপত্র, সরকারী পোষাক ও সম্পূর্ণ অফিস ঘরসহ ক্যাম্প সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। এতে বিভিন্ন আসবাবপত্রসহ সম্পূর্ণরূপে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এ ব্যাপারে গাতাবাড়ী ফরেস্ট ক্যাম্প ইনচার্জ মোঃ সেলিম হোসেন এফ,জি বাদী হয়ে ১১জন আসামীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুর্বৃত্তদের বিরুদ্ধে গতকাল শনিবার চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় চুনারুঘাট খোয়াই নদীর দক্ষিণ পূর্বাঞ্চলের চিিহ্নত গাছ চোরদের মাঝে মামলার ভয় ও আতঙ্ক বিরাজ করছে।