বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (২৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, এটিই দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা।
রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। কন কনে শীত ও ঘন কুয়াশার কারণে হাওরপাড় ও চা বাগান এলাকার শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। কনকনে ঠাণ্ডা আর ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো জেলা।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আবহাওয়াবিদ মো. জাহেদুল ইসলাম মাছুম রাইজিংবিডিকে জানান, মৌলভীবাজার জেলাজুড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা আরও বাড়তে পারে।