পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার): মাঘের প্রথম সপ্তাহ শেষ না হতেই বিভিন্ন স্থানে হানা দিয়েছে বৃষ্টি। রাত পর্যন্ত আকাশে ছিল মেঘের ঘনঘটা। ঝিরঝিরে এই বৃষ্টির সাথে হিমেল বাতাস যেন জনজীবনে দূর্ভোগ নেমে আসে।
এছাড়াও বৃহস্পতিবার শেষ বিকেল থেকে রাত ব্যাপী ঘন কুয়াশায় আচ্ছাদিত করে ফেলে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে পূবালী ও পশ্চিমা লঘুচাপের কারণেই এ বৃষ্টির সূত্রপাত। এদিকে দূর পাল্লার যানবাহন গন্তব্য স্থলে পৌঁছেতে অনেক সময় লাগছে।
প্রকৃতি সমৃদ্ধ ও চা বাগান বেষ্টিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ঘন কুয়াশার কারণে দিনের বেলা হেড লাইট চালিয়ে যান চলাচল করতে দেখা যায়। এছাড়া সন্ধ্যা নামার সাথে সাথেই কুয়াশার কারণে অন্ধকার নেমে আসে।
শীতে ও কুয়াশার কারণে শিশু ও বৃদ্ধদের পড়তে হচ্ছে কষ্ট। ঠান্ডা জনিত কারণে রোগ বালাই দেখা দিয়েছে। চা বাগান এলাকা থাকায় নিম্ন আয়ের লোকদের গরম কাপড়ের অভাব দেখা দিয়েছে। অনেকে বস্তা দিয়ে শীত নিবারন করছেন। সরকারি ভাবে পৌষ মাসের শুরুতে শীতবস্ত্র প্রদান করা হয়। দ্রুত গতিতে আর শীতবস্ত্র প্রদানের দাবী জানান সচেতন মহল।