বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার):
মৌলভীবাজারে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার আনুষ্ঠানিক ভাবে মেলার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী
লুৎফুল বারী, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।
উদ্বোধন শেষে মেলা পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় প্রযুক্তির মাধ্যমে কি কি কাজ করা যায় সে বিষয়ে উদ্যোক্তারা উপস্থাপন করেন।