বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জে বেসরকারি সংস্থা প্রচেষ্টা’র ‘আলোয় আলো’ প্রকল্প নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলাস্থ ‘আলোয় আলো’ প্রকল্প অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, কমলগঞ্জের বিভিন্ন চা-বাগানের শিশুদের শিক্ষা, পুষ্টি ও সম্মানজনক জীবিকা নিশ্চিত করার জন্য কাজ করে আসছে বেসরকারি সংস্থা প্রচেষ্টা’র ‘আলোয় আলো’ প্রকল্প।
এ প্রকল্পে অর্থায়ন করছে ‘চাইল্ড ফান্ড কোরিয়া’। প্রকল্পের পার্টনার হিসেবে বেসরকারি সংস্থা এডুকো ৫ বছর মেয়াদী এ প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি বলেন, ‘আলোয় আলো’ প্রকল্পের আওতায় কোভিড-১৯ জরুরি সহায়তা কার্যক্রম ইমার্জেন্সি ক্যাশ/ফুড এন্ড হাইজিন মেটেরিয়াল সাপোর্ট ফর দি কোভিড-১৯ এফেকটেড মোস্ট ভালনারেবল চিলড্রেন এন্ড কমিনিউটি ইন মৌলভীবাজার ডিস্ট্রক্ট প্রকল্পের আওতায় চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এডুকো-বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়ন করেছে।
আলোচনা সভায় এ প্রকল্পের চলমান সকল কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।