করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে স্বর্ণের দোকান থেকে ৪টি আংটি নিয়ে প্রতারক চক্র উধাও

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের প্রধান সড়ক টাউন মসজিদ রোডে অবস্থতি শান্তা শিল্পালয় থেকে অভিনব কায়দায় ৪টি স্বর্ণের আংটি নিয়ে প্রতারক চক্র উধাও হয়ে গেছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে একদল প্রতারক চক্র আংটি কেনার উদ্দেশ্যে শান্তা শিল্পালয়ে প্রবেশ করে প্রথমে তারা দুটি আংটি দেখাতে বলে পরে দোকানদার বিভিন্ন ডিজাইনের ৪-৫ টি আংটি দেখায়।

প্রতারক চক্র কৌশলে ৪টি আংটি হাতে নিয়ে মোবাইলে কথা বলতে বলতে বের হয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজ খবর নিয়েও তার হদিস মেলেনি। এনিয়ে ওই এলাকার ব্যবসয়ীদের মাঝে আতংক বিরাজ করছে।

শান্তা শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী বিনয় সূত্রধর জানান, প্রতারক চক্রের সদস্যকে সিসি ক্যামেরার ফুটেজে দেখে প্রতারক চক্রের এক সদস্যকে চিনে ফেলে।

সে শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার মৃত তোরব আলীর পুত্র মোঃ শাহীন মিয়া।

খোজ নিয়ে জানা যায়, প্রতারক শাহীন মিয়া ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাড়ি থেকে এভাবে প্রতারণা করে আসছে। এলাকার লোকজন তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে পুলিশে দিতে চাইলে গোপনে বাড়ি ঘর বিক্রি করে এলাকা ছাড়ে মোঃ শাহীন মিয়া। অনুসন্ধান করে জানা যায় প্রতারক শাহীন মিয়া বর্তমানে সে শহরের অনন্তপুর এলাকায় মসজিদের পাশে একটি ভাড়া বাড়িতে থাকে তার পরিবার নিয়ে।

এব্যাপারে শান্তা শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী বিনয় সূত্রধর হবিগঞ্জ বণিক সমিতি ও হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে অবগত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন। এব্যাপারে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ ও দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ